ভুয়া NID Card চিহ্নিত করা / সনাক্ত করা সম্পুর্ন একদম ফ্রিতে
বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতে অনেক মানুষ আছে, যারা তাদের জিবিকা নির্বাহ করার জন্য ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। সরকারি নিয়ম অনুসারে ভোটার আইডি নিতে পারে কারন এ পদ্ধতিতে অনেক সময় লেগে যায়। এজন্য অনেকে সর্টকার্ট ব্যবস্থা গ্রহন করে। নিকটস্থ কম্পিউটার দোকানে বানিয়ে নেয়। আবার বড় বড় কোম্পানির কাজে গিয়ে অনেক সম্পত্তি লুট করে পালিয়ে যায়। তাই সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াই। NID Card চেক করুন CLICK HERE services.nidw.gov.bd/nid-pub/card-statu লিংকে প্রবেশ করে আপনার ভোটার আইডি নম্বর জন্ম তারিখ এবং ক্যাপচা পুরূন করে সাবমিট করুন। এবার ফলাফল দেখানো হবে আপনার চোখের সামনে।